Ei Srabon Lyrics – Baishe Shrabon- Rupam Islam
Ei Srabon Lyrics(এই শ্রাবণ ) is from Bengal movie Baishe Shrabon, Baishe Srabon is a 2011 Indian Bengali psychological thriller film directed by Srijit Mukherji.Starring: Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.
Ei Srabon Lyrics(এই শ্রাবণ ) Song is Sung by Rupam Islam, Ami Katatarei Sukhi Music Composed By Anupam Roy.
Song -: Ei Srabon
Movie -: Baishe Shrabon
Singer -: Rupam Islam
Music & Lyricist -: Anupam Roy
Writer & Director -: Srijit Mukherji
Producer -: Shree Venkatesh Films
Label -: Svf
Ei Srabon Lyrics In Bengali :
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো (x2)
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত
এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত।
জল জমেছে, বুকের ভিতর, রোদের অভাবে,
সময় এলে পড়বে চুঁয়ে, নিজের স্বভাবে।
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে
এই শ্রাবণ বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে।
অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব, দুঃখ আমার নয়।
আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই..