Lyrics Master BD Artist Collection,Mahmudul Haque Imran Ditiyo Jibon Lyrics (দ্বিতীয় জীবন) Imran X Porshi

Ditiyo Jibon Lyrics (দ্বিতীয় জীবন) Imran X Porshi



Ditiyo Jibon Lyrics (দ্বিতীয় জীবন) Imran X Porshi

Ditiyo Jibon Lyrics by Imran And Porshi. Music Composed by And Song Mixing And Mastering by Imran Mahmudul. Ditiyo Jibon Song Lyrics Written by Kabir Bakul. Video Song Directed by Saikat Reza.

Ditiyo Jibon Song Information :

Song Name : Ditiyo Jibon
Singer: Imran And Porshi
Lyrics : Kabir Bakul
Music Programming, Tune, mix master : Imran Mahmudul
Director : Saikat Reza
DOP : Bikash Saha
Edit, Color And VFX : SM Tushar
Produced and Distributed by : Central Music and Video [CMV]

Ditiyo Jibon Lyrics In Bengali :

তোমার মনে জায়গা পেলে
অন্য কোথাও কে আর যায়,
তোমার ভালো বাসাই পারে
নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমায়।
যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে,
এই তোমাকেই চাই,
এই তোমাকে চাই।।
পৃথিবীর পরে কি আছে পৃথিবী
আমার কানে সে কথা জানা,
থাকে যদি সেখানেও তোমার সাথে
চাই লিখি হৃদয়ের ঠিকানা।
কাছে আসা তোমার জন্য
ভালোবাসা তোমার জন্য,
তুমিতো আমার স্বপ্ন জগতে
আমাকে ভাসালাম তোমারই স্রোতে।
চিরদিনের সঙ্গী তুমি
মিশে গেছি তোমার ছায়ায়,
তোমার ভালো বাসাই পারে
নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।
যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে,
এই তোমাকেই চাই,
এই তোমাকে চাই।।
তুমি নীল হয়ে মনেরই আকাশে
অনন্তকাল থাকো জড়িয়ে,
অনুভবে প্রতিদিন, প্রতিটি রাত
সুখ হয়ে থাকোনা ছড়িয়ে।
প্রেম দিলে একবিন্দু
দেবো হৃদয়ে মহাসিন্ধু,
তোমারই প্রেমে অন্ধ করেছো
ফিরে যাবার পথ বন্ধ করেছো।
চিরকালের সঙ্গী তুমি
ডুবে গেছি তোমার ছায়ায়,
তোমার ভালো বাসাই পারে
নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।
যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে,
এই তোমাকে চাই,
এই তোমাকে চাই।।

Ditiyo Jibon Lyrics In English :

Tomar mone jayga pele
Onno kothao ke aar jaay
TOmar bhalo basai paare
Nishwash hoye banchate amay
Jodi dwitiyo jibon pai
Ami sei jibone praane mone
Ei tomakei chai ei tomake chai
Prithibir pore ki ache prithibi
Amar kaane se kotha jana
Thake jodi sekhaneo tomar sathe
Chai likhi hridoyer thikana
Kache asa tomar jonno
Valobasha tomar jonno
Tumito amar shopno jogote
Amake bhashalam tomari srotey
Chirodiner songee tumi
Mishe gechi tomar chayay
Tomar valo bashai paare
Nishwash hoye bachate amay
Tumi neel hoye moneri akashe
Anontokaal thako joriye
Anubhobe protidin protiti raat
Sukh hoye thakona choriye
Prem dile ekbindu
Debo hridoye mohasindhu
TOmari preme ondho korecho
Phire jabar poth bondho korecho
Jodi ditiyo jibon pai
Ami sei jibone prane mone
Ei tomakei chai ei tomake chai
দ্বিতীয় জীবন গানটি গেয়েছেন ইমরান এবং পড়শী। গানটির সুর দিয়েছেন বাংলাদেশের সনামধন্য সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। যদি দ্বিতীয় জীবন পাই গানের লিরিক্স লিখেছেন কবির বকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *