Dekhecho Ki Take Lyrics (দেখেছ কি তাকে) – Subhamita Banerjee
Dekhecho Ki Take Lyrics – Subhamita Banerjee
Dekhecho Ki Take Lyrics (দেখেছ কি তাকে) Song is sung by Subhamita Banerjee from Bengali album Brishti Paye Paye. Song Lyrics In Bengali.Lyrics written by Subhamita Banerjee.
Singer: Subhamita Banerjee
Album: Brishti Paye Paye
Music Label: Shemaroo Bengali
Dekhecho Ki Take Song Lyrics In Bengali :
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায় (x2)
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
ঝরাপাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে
এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধুসর প্রান্তরে
মেঘের গায় হাত বুলায় রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে
কিছুতেই তার কাছে ধরা দেয় না, না না
তবুও তার, মেঘে ওড়ার, অন্তহীন টানে
ভীজে হাওয়ায় পাখিরা গায় রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
জানি একদিন মেঘের ঠিকানা সে, পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা, গা গা
তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে
যারা হারায় রুপকথায় রংধনু কে চায়
দেখছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়
দেখছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?