Coffee Houser Shei Addata Lyrics in Bangla
Coffee Houser Shei Addata Lyrics in Bangla – Manna Dey
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
ঐ.
নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে জীবন করেনি তাকে ক্ষমা হায়
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
ঐ.
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে
ডিসুজা টা বসে শুধু থাকতো
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে
ডিসুজা টা বসে শুধু থাকতো
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
আজ আর নেই
ঐ.
একটা টেবিলে সেই তিনচার ঘন্টা চারমিনার ঠোটে জলতো
কখোন কিশ্নদে কখণো জামিনি রায় এই নিয়ে তর্কটা চলতো
রোদ যর বিসটিতে জেখানেই জেথাকুক
কাজ শেরে ঠিক এসে জুটতাম
চারটেতে সুরুকোরে জোমিয়ে আড্ডা মেরে
সারে সাতটায় ঠিক উঠতাম।
ঐ.
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো ।
…
সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু
সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় ।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই ।
Coffee House Cover by Bohubrihi Band :
Vocal: Anik Antar
Cujon: Tushar Hossain
Guitar: Rakib Mejba
Directed By: Hasib Shakil
Cinematography: Zayed Hossain
Edited by: Tanjidul Hossain
Vocal: Anik Antar
Cujon: Tushar Hossain
Guitar: Rakib Mejba
Directed By: Hasib Shakil
Cinematography: Zayed Hossain
Edited by: Tanjidul Hossain
Coffee Houser Sei Addata Lyrics In Bengali:
Coffee houser sei adda-ta aaj ar nei
aaj aar nei
Kothay hariye gelo sonali bikel gulo sei
aaj aar nei
La lala la la..
Nikhilesh parishe moydul dhaka-te
Nei tara aaj kono khoborer
Grander guiterist goyaniz disouza
Ghumiye ache je aaj kobore
Kake jeno valobeshe aghath peye je seshe
Pagla garode ache roma roy
Amalta bhugche duronta cancer-e
Jibon koreni take khoma hay…