Chor Chor Pratidin Churi Jay Lyrics ( চোর চোর প্রতিদিন চুরি যায় ) -Nachiketa Chakraborty
Chor Chor Pratidin Churi Jay Lyrics ( চোর চোর প্রতিদিন চুরি যায় ) by Nachiketa Chakraborty.Protidin churi jay mullobodher sona lyrics written by Nachiketa Chakraborty.
Title-: Nachiketa Ambition Modern
Track Title-: Chor, Chor, Pratidin Churi Jay
Artist-: Nachiketa Chakraborty
Music Director-: Nachiketa Chakraborty
Lyricist-: Nachiketa Chakraborty
Chor Chor Pratidin Churi Jay Lyrics In Bengali :
ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে,
গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।
এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিৎকার করে বলে
চোর, চোর, চোর, চোর, চোর (x2)
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা,
আমাদের স্বপ্ন, আমাদের চেতনা (x2)
কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ-বোধ,
ন্যায় নীতি ত্যাগ করে, মানুষ আপোস করে,
চুরি গেছে আমাদের সব প্রতিরোধ।
এর পর কোনো রাতে, চাকরটা অজ্ঞাতে,
সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে (x2)
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে
চোর, চোর, চোর, চোর, চোর।
ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে,
গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।
এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিৎকার করে বলে
চোর, চোর, চোর, চোর, চোর।
প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা,
প্রতিদিন চুরি যায় আমাদের ভালবাসা (x2)
জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা,
সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা,
তবু চুরি যায় প্রতিবাদের ভাষা।
কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে,
কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে (x2)
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে
চোর, চোর, চোর, চোর, চোর।
ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ ..