Chole Gecho Tate Ki Lyrics -Akash Sky
hole Gecho Tate Ki Lyrics (চলে গেছো তাতে কি) is a very popular Bengali Song of 2010 . Chole Gecho Tate Ki Lyrics Valobeshe Morechi Song is sung by Akash Sky
Song -:Chole Gecho Tate Ki
Singer -: Akash Sky
Chole Gecho Tate Ki Lyrics In Bengali :
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায় (x2)
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলোনা ?
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলোনা ?
শুভদৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা এই সবই যন্ত্রনা
এগুলো ভালোবাসা নয় (x2)
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলোনা ?
I wana say I love you
My love is only for you
I love you until I am alive (x2)
Hey girl please don’t refuse me
Accept my love seriously
Request mine..
দিল কি ইস কোনে পার
রাহো মে তুম আগার
ইস দিল মে কেয়া হে সোচোনা (x2)
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস্কো কেহেতি হে, বলোনা ?
এতক্ষন যা শুনছিলেন
সবছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা।
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়।
টাকা পয়সা ফুরালে
মেয়ারা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়
মানুষ কেন ধোকা খায়, বলনা ?
চলে গেছো তাতে কি
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি।
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলোনা ?
কিসমত আছে যতদিন
খেয়ে যাবো গাঁজা ততদিন
পড়ে রবো ভবের মূর্ছনায়,
লোকে আমারে শুধায়
মানুষ কেন গাঁজা খায় বলো না?
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলোনা ?