Chithi likhese Bow Amar Lyrics (চিঠি লিখেছে বউ আমার) – Monir Khan
Tomar Monta Lohai Gora Lyrics By Monir Khan And Nila
গানঃ চিঠি লিখেছে বউ আমার
Song: Chithi Likheche Bou Amar
শিল্পীঃ মনির খান ও সোনিয়া
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ বাংলার বউ
Chithi likhese Bow Amar Lyrics in Bangla :
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
লন্ঠন জ্বালাইয়া, নিভাইয়া, চমকে চমকে রাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
যে ন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে,
যে ন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে,
বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে।
চিঠি লিখেছে,
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া,
তোমায় বানাইয়াছে বিধি, বড় কঠিন পাথর দিয়া।
তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া,
তোমায় বানাইয়াছে বিধি, বড় কঠিন পাথর দিয়া।
দুই টাকার চাক্করি ছাড়ি, তুমি ফিরে আসো বাড়ি।
দুই টাকার চাক্করি ছাড়ি, তুমি ফিরে আসো বাড়ি।
আমি গায়ের মেয়ে অনেক সুখী একটু নুন আর ভাতে।
চিঠি লিখেছে,
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
প্রতি রাইতে স্টেশনে, আসে ঢাকা থেকে গাড়ি,
আমি ভাবি এই গাড়িতে, তুমি আইলা বুঝি বাড়ি।
প্রতি রাইতে স্টেশনে, আসে ঢাকা থেকে গাড়ি,
আমি ভাবি এই গাড়িতে, তুমি আইলা বুঝি বাড়ি।
দেখি ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে,
দেখি ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে,
তুমি আসবে ঠিকই শুনবে যখন নাই আর দুনিয়াতে।
চিঠি লিখেছে,
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
লন্ঠন জ্বালাইয়া, নিভাইয়া, চমকে চমকে রাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
যে ন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে,
যে ন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে,
বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে।
চিঠি লিখেছে,
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।
চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে।