Lyrics Master BD Akash,Artist Collection Chilam Na Apon Lyrics (ছিলাম না আপন ) – Akash Mahmud Song

Chilam Na Apon Lyrics (ছিলাম না আপন ) – Akash Mahmud Song



Chilam Na Apon Lyrics (ছিলাম না আপন ) - Akash Mahmud Song

Chilam Na Apon Lyrics by Akash Mahmud

Cilam na Apon Song sung by Akash Mahmud . Music composed by Akash Mahmud . This Song is Most Popular Bangla Sad Song Cilam na Apon Lyrics

Music Credits

Song: CHILAM NA APON
Lyric: SHEIKH KHALISUR RAHMAN
Tune: AKASH MAHMUD
Music : AKASH MAHMUD
Singer: AKASH MAHMUD

Chilam Na Apon Song Lyrics in Bangla :

তোর কারনে এখন আমার কাটে নারে রাত

আমার পানে জানিরে আর বারাবিনা হাত

তোর কারনে এখন আমার কাটে না রে রাত

আমার পানে জানিরে আর বারাবিনা হাত

হৃদয়ে লেগেছে আঘাত দেহ পুড়ে ছাই

তোর লাগিয়া কান্দে পরান কি করে বুঝাই

আমায় ছেড়ে যাবে দূরে ভাবিনি এমন

আমি কি তোর ছিলামনারে কখনো আপন

ও.. আমায় ছেড়ে যাবি দূরে ভাবি নি এমন

আমি কি তোর ছিলামনারে কখনো আপন।।

সব দিয়েছি তোরে আমি যা ছিল আমার

তোরে ছাড়া এখন আমার দুনিয়া আঁধার

ও..সব দিয়েছি তোরে আমি যা ছিল আমার

তোরে ছাড়া এখন আমার দুনিয়া আঁধার

তোরে নিয়ে ছিল আমার কত যে স্বপন

হায়রে তোরে নিয়ে ছিল আমার কত যে স্বপন

আমায় ছেড়ে যাবি দূরে ভাবিনি এমন

আমি কি তোর ছিলামনারে কখনো আপন

ও.. আমায় ছেড়ে যাবি দূরে ভাবি নি এমন

আমি কি তোর ছিলামনারে কখনো আপন।।

মনের আশা মনে রইল না মিটিলো সাধ

কাছে না আসিতে আমায় দিলে অপবাদ

ও. মনের আশা মনে রইল না মিটিলো সাধ

কাছে না আসিতে আমায় দিলে অপবাদ

এই জ্বালা যে কত বিশ্বাদ হয়না নিবারণ

হায়রে এই জ্বালা যে কত বিশ্বাদ হয়না নিবারণ

আমায় ছেড়ে যাবি দূরে ভাবিনি এমন

আমি কি তোর ছিলামনারে কখনো আপন

ও.. আমায় ছেড়ে যাবি দূরে ভাবি নি এমন

আমি কি তোর ছিলামনারে কখনো আপন।।র্

Also Read : Mon Ore Mon Akash Mahmud

ছিলাম না আপন লিরিক্স আকাশ মাহমুদ :

Tor karone ekhon amar kate na re rat

Amar pane janire r barabina hath

Tor karone ekhon amar kate na re rat

Amar pane janire r barabina hath

Hridoya legece agath deho pure chai

Tor lagia kande poran ki kore bujai

amay chere jabi dure vabini emon

ami ki tor cilam na re kokhono apon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *