Lyrics Master BD Latest Bengali Lyrics Bondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন) Putul Sarkar Bengali Song

Bondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন) Putul Sarkar Bengali Song



Bondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন) Putul Sarkar Bengali SongBondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন) Putul Sarkar Bengali Song

Bondhu Kala Chan Lyrics by Putul Sarkar :

Bondhu Kala Chan LyricsWritten by Moshiur Rahman And Sung byPutul Sarkar. Male Version Song Is Sung by Kaushik Adhaikari. from Nithur Kaliyare Bengali Album.
Lyrics : Moshiur Rahman
Singer : Putul Sarkar
Album : Nithur Kaliyare
Production : Sadia VCD Centre

Bondhu Kala Chan Song Lyrics In Bengali :

বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।
প্রানটা যে বান্ধাইছো তুমি
আড় নয়নের বানে,
তোমায় ছাড়া পাগল পারা
মন থাকে না মনে।
প্রানটা যে বান্ধাইছো তুমি
আড় নয়নের বানে,
তোমায় ছাড়া পাগল পারা
মন থাকে না মনে।
যৌবনেরও সুখ, এ বুকে লুকাইছো
যৌবনেরও সুখ এ বুকে লুকাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।।
যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন
পরের দোয়াই আসে আমার
অঙ্গেতে ফাগুন।
যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন
পরের দোয়াই আসে আমার
অঙ্গেতে ফাগুন।
ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো
ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচান কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।।
তোমায় আমি ভুলিবো না
ওরে সোনার চান,
প্রান খুলিয়া তোমার শনে
গাইবো আমি গান।
তোমায় আমি ভুলিবো না
ওরে সোনার চান,
প্রান খুলিয়া গাইবো আমি
তোমার শনে গান।
মসিউরের যৌবন উতালা কইরাছো
মসিউরের যৌবন উতালা কইরাছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।।
বন্ধু কালাচাঁন লিরিক্স – পুতুল সরকার :
Bondhu kalachan ki maya lagaicho
Piriti shikhaiya Amay pagol banaicho
Praanta je bandhaicho tumi
Aar noyoner baane
Tomay chara pagol para
Mon thake na mone
Joubonero sukh e buke lukaicho
Piriti sikhaiya Amay pagol banaicho
Joubone lagaicho amay ei dehe aagun
Porer doyay ashe amar ongete fagun
Valobashar taane ei monta bhulaicho
Tomay ami bhulibona ore sonar chan
Praan khuliya tomar shone gaibo ami gaan
Moshiur er joubon utola koiracho
Bandhu kalachan ki maya lagaicho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *