Bojhe Na Se Bojhe Na Serial Song Lyrics (বোঝেনা সে বোঝেনা) | Star Jalsha | Arijit Singh
1 min read

Bojhe Na Se Bojhe Na Serial Song Lyrics (বোঝেনা সে বোঝেনা) | Star Jalsha | Arijit Singh

HomeSerial SongsBojhe Na Se Bojhe Na Serial Song Lyrics (বোঝেনা সে বোঝেনা) | Star Jalsha | Arijit Singh
Bojhe Na Se Bojhe Na Serial Song Lyrics (বোঝেনা সে বোঝেনা) | Star Jalsha | Arijit

➤Song : Bojhena Se Bojhena serial Title Track
➤Singer : Arijit Singh

Bojhena Se Bojhena Lyrics In Bengali :

কোনো রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে
কেনো বইছে হাওয়া দখিন দিকে খুব ?
সে কি দেখতে পেয়েও পায়না
নাকি দেখতে আমায় চায়না ?
তবু সুযোগরা দেয় তারই ঘরে ডুব । ।

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা, বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা ।

তার চোখে যেনো দেখলাম
আজ দিনটা বড় মেঘলা
বুঝি বৃষ্টি নামবে বললো সে আমায়
কেনো মেঘ সরেনা রত্তি ?
কেনো গল্প হয়না সত্যি ?
আমি মত্ত তারই তৈরী দোটানায় দোটানায়..

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা, বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা ।

যদি একটিবারও পারতো
সব চিন্তা ভুলে আসতে
আমি সব হারাতাম তাকে পেতে হায় ।
কবে পায়ের শেকল খুলবে ?
আর প্রেমের পর্দা উড়বে ?
আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়

বোঝেনা সে বোঝেনা বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা বোঝেনা সে বো

 বোঝেনা সে বোঝেনা- অরিজিৎ সিং 

Kono rupkothar deshe Ami thakchi mile mishe
Keno boiche haouya dokhin dike khub
Se ki dekhte peyeo paina
Naki dekhte amay chaina
Tobu sujogra dei tari ghore dub..    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *