Bishakto Manush Lyrics (বিষাক্ত মানুষ) – Rupam Islam
Bishakto Manush Lyrics – Fossils- Rupam Islam
Bishakto Manush Lyrics (বিষাক্ত মানুষ) Bangla Song Lyrics From Fossils Bangla Band Album. Bishakto Manush Song is Sung By Rupam Islam.
Song –Bishakto Manush
Singer – Rupam Islam
Fossils Bangla Band Members:
Lead vocals, acoustic guitar & composer -Rupam Islam
Guitar, backing vocals-Deep
Guitar, backing vocals-Allan Ao
Bass, backing vocals-Chandramouli
Drums, percussion-Tanmoy
Bishakto Manush Lyrics In Bengali:
সে চেনালো, আমাকে
এ শহরের, অলিগলি
সে পাঠাল, উপহার
একটা চক্রব্যূহ,
সে চক্রব্যূহে আজও,
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও,
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে,
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে,
মরে যাওয়ার আশায়..
আমি ভালবাসি যাকে,
সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা,
ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে,
সাপের ছোবল
নিলয়ে অলিন্দে,
খামখেয়ালি প্রবাহ..
আমি দেখেছি আঁধারে,
দেখেছি আলোকে
যেমন করে দেখে,
কোনও মুগ্ধ বালকে
বীভৎস শরীরে,
বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার,
প্রতিমা শাশ্বত..
সে চক্রব্যূহে আজও,
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও,
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে,
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে,
মরে যাবার আশায়.. (x3)