Binodini Rai Lyrics (বিনোদিনী রাই) Sabbir Nasir | Sampa Biswas
1 min read

Binodini Rai Lyrics (বিনোদিনী রাই) Sabbir Nasir | Sampa Biswas

Binodini Rai Lyrics by Sabbir Nasir And Sampa Biswas :

Binodini Rai Lyrics Written by Plabon Koreshi And Sung by Sabbir Nasir And Sampa Biswas. This Bengali Folk Song Music Composed by Real Ashik.
Singer : Sabbir Nasir And Sampa Biswas
Lyrics : Plabon Koreshi
Music : Real Ashik
Dotara And Mandolin : Jalal Mia
Flute : Jalal | Studio : Akkhor
Videography : Pritul

Binodini Rai Lyrics In Bengali :

ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই।
ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি
তোমায় শুধু চাই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই।
মনচোরা কানাই
রবি-শশী জানে আমি
তোমায় শুধু চাই।।
বাঁকা ভুরু কাজল কালো
যতো দেখি লাগে ভালো গো,
চোখে তোমার প্রেমের ছায়া
দিনে দিনে বাড়ে মায়া গো,
এগো, কতো মানুষ দুনিয়াতে
তোমার মতো নাই,
এগো, কতো মানুষ দুনিয়াতে
তোমার মতো নাই।
ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি
তোমায় শুধু চাই,
ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই।।
ঠোঁটের কোনে মিষ্টি হাসি
সে‌ই হাসিতে মন উদাসী গো,
আলতারাঙা চরণতলে
থোকায়-থোকায় জোনাক জ্বলে গো,
এগো, তুমি যদি ভিন্ন বাসো
কোন্ কূলে দাঁড়াই,
এগো, তুমি যদি ভিন্ন বাসো
কোন্ কূলে দাঁড়াই।
মনচোরা কানাই
রবি-শশী জানে আমি
তোমায় শুধু চাই,
এগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি
তোমায় শুধু চাই।
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
মনচোরা কানাই
রবি-শশী জানে আমি
তোমায় শুধু চাই,
ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই।।
বিনেদিনী রাই লিরিক্স – সাব্বির নাসির ও শম্পা বিশ্বাস :
Ogo binodini rai
Ami bhita mati leikha dimu
TOmay jodi pai
Ogo tomar amar jonmo amar
Jane malik sai
Ogo monchora kanai
Robi shoshi jane ami
Tomay shudhu chai
Banka bhuru kajol kalo
Joto dekhi laage bhalo go
Koto manush duniyate
Tomar moto nai
Thoter kone misti hasi
Sei hasite mon udashi go
Altaranga chorontole
Thokay thokay jonak jwale go
Tumi jodi bhinno baso
Kon kule darai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *