Bhule Jeo Lyrics – Amrita Singh
Bhule Jeo Lyrics(ভুলে যেও) Song Is from Generation Aami Bangla Movie. it’s a 2018 Bengali movie directed by Mainak Bhaumik. Flim star cast Aparajita Adhya, Sauraseni Maitra, Rwitobroto Mukherjee, Lily Chakraborty, Shantilal Mukherjee And Others.
Bhule Jeo Lyrics(ভুলে যেও) Song Is Sung by Amrita Singh, Music Composed by Arindam Chatterjee And Bhule Jeo Amake Lyrics written by Prasen.
Song Name -: Bhule Jeo
Film Name -: Generation Aami
Singer -: Amrita Singh
Music Director -: Arindam Chatterjee
Lyrics -: Prasen
Programming -: Dev Arijit
Mix & Master -: Suvam Moitra
Story, Screenplay & Direction -: Mainak Bhaumik
Music Label -: SVF Music
Bhule Jeo Song Lyrics In Bengali :
পা নি সা রে গা নি সা রে নি সা পা রে
গা মা গা, মা গা নি সা গা মা গা
মা গা মা পা নি সা পা ধা মা গা রে
পা মা গা রে গা নি
পা নি সা রে গা নি সা।
ভুলে যেও আমাকে
কী আমার নাম? কে ছিলাম?
ভুলে যেও আমাকে
কী আমার নাম? কে ছিলাম?
যা পেয়েছি না চাইতেই
চেয়ো না ক্ষতিপূরণ,
যা দিয়েছি না চাইতেই
দিয়ো না তার দাম,
ভুলে যেও আমাকে।
সা রে মা পা নি সা
সা রে মা পা নি সা
পা ধা মা গা রে
রে পা মা রে গা নি সা।
আমারও জানা ছিল না
তোমার কারণ গুলো,
এখনও ধুয়ে ফেলিনি
তোমারই ফেলে যাওয়া ধুলো।
ও আমারও জানা ছিলো না,
তোমার কারণ গুলো
এখনও ধুয়ে ফেলি নি,
তোমারই ফেলে যাওয়া ধুলো।
না বলে চলে আসা দিনে
কতবার জেগে ওঠা যায়,
কতবার ভালোবাসা ভাঙে
আর কতগুলো নদী জুড়ে যায়।
যদি আমাকে ভালোবাসো
তবে কিছুটা পাশে এসো,
না কিছু মনে করো না
যদি চাও ফেলে দিও।
যা পেয়েছি না চাইতেই
চেও না ক্ষতিপূরণ,
যা দিয়েছি না চাইতেই
দিও না তার দাম,
ভুলে যেও আমাকে
কী আমার নাম? কে ছিলাম?
ভুলে যেয়ো আমাকে
কী আমার নাম? কে ছিলাম?