Baranday Roddur Lyrics – Bhoomi
Baranday Roddur Lyrics (বারান্দায় রোদ্দুর ) is a famous Bengali Song from Bhoomi Band.Baranday roddur
ami aram kedaray bose dupana chai re From Jatra Suru Albun.
Song-:Baranday Roddur
Band -: Bhoomi
Album-:Jatra Suru
Baranday Roddur Lyrics In Bengali :
বারান্দায় রোদ্দুর আমি আরাম কেদারায় বসে
দু’পা নাচাইরে গরম চায় চুমুক দিই
আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দারোয়ান দাঁড়ায় এসে, তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই
চতুর্দিক আগোছাল
আমার কাজের লোক ডুব মেরেছে ধূলো বাড়িময়
ঘড়র ঘড় ফ্যানের ব্লেড
আমার ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দুধওয়ালার গোফে মাছি, তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই
টেবিলে মানিপ্লান্ট
শুধু মানির দেখা নাইগো আমার ফক্কা পকেটরে
বারান্দায় রোদ্দুর আমি আরাম কেদারায় বসে
দু’পা নাচাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
সেলসম্যান টাই গোছায়, তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই
তোমার দেখা নাইরে তোমার দেখা নাই