Asomoyee Brishti Lyrics(অসময়ি বৃষ্টি) Song Is Sung Mekhla Dasgupta. Romantic Rainy Day SpecialAsomoyi BrishtiBengali Song Lyrics written Arindam Satpati. Music Arrangement by Subhadeep Sarkar. Song Mix & Mastered by Gautam Basu from Studio Vibrations. Video Song Directed by Swarup.
Song-: Asomoyee Bristi
Singer and Composer-: Mekhla Dasgupta
Lyrics-: Arindam Satpati
Director-: Swarup
Art Director-: Sampriti
D.O.P-: Promit
Editor-: Sushobhon
Label-: Mekhla Dasgupta Official
Asomoyee Brishti Lyrics In Bengali :
অসময়ি এ বৃষ্টিতে আমি,
অসময়ি এ বৃষ্টিতে তুমি,
কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে,
ধুয়ে যাক না এ মন অভিমানী।
মেঘলা আকাশ, হাল্কা হাওয়া,
যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া।
আধখোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ,
তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ।
আধভেজা প্রহর, আধভেজা শহর,
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।
হালকা পায়ে রঙ ধোয়ানোর আবদার,
মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার।
রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল,
রঙিন সাজুক আমার শহর অনর্গল।
মেঘেরা ক্লিপ খুলেছে মন জুড়োয় খুশিতে,
হাল্কা হাওয়ার সিম্ফোনিতে,
কাটছে আজ অবসর।
আধভেজা প্রহর, আধভেজা শহর,
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।
এর ফাঁকেই নাম না জানা ইচ্ছে,
ফের তোমাকে মন পাঠিয়ে দিচ্ছে।
বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প,
আবছা আলো আর না বলা গল্প।
তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি,
আর নিজেকে,
ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছি তারপর।
আধভেজা প্রহর, আধভেজা শহর,
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।