Ami Nengta Silam Valo Silam Lyrics – Monir Khan
মনির খানের গান – আমি নেংটা ছিলাম ভালো ছিলাম
আমি নেংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশু কাল
মায়ের সাদা দুধের মতই জীবন ছিল নির্ভেজাল
আমি আবার নেংটা হয়ে গেছি, দশ জনারে খবর দে
মায়ের কবর যেই খানেটে সেই খানেতে কবর দে
মাগো ফাঁসির দড়ি গলায় দিয়া, মৃত্যু যেমন কষ্টকর
তেমন কষ্টে ছিলাম মাগো এই দুনিয়ায় জীবন ভর
মাগো চুমায় চুমায় দিসরে ভরে, তোর ছেলের এই দুটো গাল
মায়ের সাদা দুধের মতই জীবন ছিল নির্ভেজাল
মাগো হাতুর দিয়া পাথর কুচি যেমন কইরা করে হায়
তেমন দুঃখের হাতুর মাগো মারছে মানুষ কলিজায়
আমি নেংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশু কাল
মায়ের সাদা দুধের মতই জীবন ছিল নির্ভেজাল