Ami Morle Jeno Pai Lyrics – Fokir Saheb Folk Song
This song is so popular in Bangladesh . Ami Morle Jeno Pai Song Sung by Fokir Saheb
Song : Ami morle jeno pai tomare go Singer: Fokir Saheb
Ami Morle Jeno Pai Lyrics in Bangla :
আমি মরিলে যে’ন পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।
আমি মরলে এই করিও, আমার মরা না পোড়াইও,
না গাড়িও,
না দিও বাসাইয়া।
আমার বন্ধু বন্ধু,
বন্ধু বলে নাম দিস আমার কর্ণ মূলে।
তমাল ডালে বান্দিও আমারে,
আসব ফিরে পূর্ণ জন্ম লইয়া।
আমার প্রান বন্ধুয়া দেশে এলে,
বন্ধু তরা সবাই মিলে যাইও তারে তমাল তলায় লইয়া।
বলিস তোমার প্রেমে পড়ে পরান পাখি গেছে উড়ে,
শূন্য খাঁচা রইয়াছে পরে।
চন্ডিদাসের মরন হইল,
রজকিনি বাঁচাইল,
শ্বাসে কয় প্রেমের দোহায় দিয়া।
সাগর কয় ঐ পিরিতে যদি বন্ধুর চিত্তে গ।
নেয় যেন আবার জন্ম দিয়া।
আমি মরিলে যে’ন পাই তোমারে ও দরদি পূর্ণ জন্ম লইয়া।
আমি মরলে যেন পাই বাংলা লিরিক্স – ফকির সাহেব
Ami morile jeno pay tomare puno jonmo loyya
ami morle ei korio, amar mora na porayo
na gario
na diyo vasayya