Ami Dur Hote Tomare Dekhechi Lyrics – Hemanta Mukherjee
Ami Dur Hote Tomare Dekhechi Lyrics (আমি দূর হতে তোমারেই দেখেছি) it’s a Romantic song of Hemanta Mukherjee from Ami J Tomari album, direct by himself. And lyrics written by Gauri Prasanna Mazumder.
Song-: Ami Dur Hote Tomare Dekhechi
Singer & Composer -: Hemanta Mukherjee
Lyrics -: Gauri Prasanna Mazumder
Music Label-: Saregama
Music Rearranged by-: Prithwi Raj
Ami Dur Hote Tomare Dekhechi Lyrics In Bengali :
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি (x2)
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি একেঁছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল (x2)
ঐ রুপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি
দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি
কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি
আপণ গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি
ঐ কপলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুঁটেছে সে সদ্য (x2)
আমি ভ্রমরে গুঞ্জনে তোমারেই ডেকেছি
দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি একেঁছি
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি