Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics (আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা) is a super hit Bengali song of 1969 album Sera Shilpi Sera Gaan, The song is sung by Hemanta Mukherjee. Lyrics written by Salil Chowdhury & music Director is also Salil Chowdhury.
Song: Amay Prashna Kare Neel Dhrubatara
Singer – Hemanta Mukherjee
Music & Lyric: Salil Chowdhury
Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics In Bengali:
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2)
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2)
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।