Lyrics Master BD Popular Song,Rabindranath Tagore Amar Sonar Bangla Lyrics (আমার সোনার বাংলা) National Song

Amar Sonar Bangla Lyrics (আমার সোনার বাংলা) National Song



Amar Sonar Bangla Lyrics (আমার সোনার বাংলা) National Song

Amar Sonar Bangla Lyrics National Song :

বাংলাদেশের জাতীয় সংগীত
আমার সোনার বাংলা

Amar Sonar Bangla Lyrics in Bangla :

আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।

মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।

আমার সোনার বাংলা লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর :

Amar Sonar Bangla , Ami tomay valobasi
Cirodion tomar Akash, tomar batas
amar prane bajay basi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *