Lyrics Master BD Artist Collection,Shreya Ghosal Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) – Sandipan Roy, Shreya Ghoshal

Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) – Sandipan Roy, Shreya Ghoshal

0 Comments 12:02 PM


Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) – Sandipan Roy, Shreya Ghoshal

Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) from Ekla Akash Bengali movie. the film was directed by Sandipan Roy. The lead actor of this film is Parambrata Chatterjee Ekla Akash is a story of love It deals with a troubled marriage between a young couple, Arijit and Nisha.Starring: Goutam Ghosh, Parambrata Chatterjee and Parno Mitra.

Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ)  song is sung by Sandipan Roy and Shreya Ghoshal. Music composed by Jeet Ganguly

Movie Name-: Ekla Akash
Singers-: Sandipan Roy & Shreya Ghoshal
Music-: Jeet Ganguly
Lyricis-: Sandipan Roy
Director-: Sandipan Roy

Amar Ekla Akash Lyrics In Bangla :

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে
আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়
তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায় কতদূর

আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে

অলস মেঘলা মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক
ধূলো মাখা বইয়ের তাক
যেনো বলছে, বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *