Lyrics Master BD Trending Lyrics Abar Bristi Namlo Lyrics (আবার বৃষ্টি নামলো) Rishi Panda

Abar Bristi Namlo Lyrics (আবার বৃষ্টি নামলো) Rishi Panda

0 Comments 11:04 AM


Abar Bristi Namlo Lyrics (আবার বৃষ্টি নামলো) Rishi Panda

Abar Bristi Namlo Lyrics by Rishi Panda :

Abar Bristi NamloSong Is Sung byRishi Panda. Song Lyrics In Bengali Written by Shankhadip Paria.
Vocal & Music : Rishi Panda
Lyrics : Shankhadip Paria
Illustration & Animation : Rishi Panda

Abar Bristi Namlo Song Lyrics In Bengali :

আবার বৃষ্টি নামলো, তোমাদের কথায়
দুপুরের ক্লান্ত বারণ, কবিতার খাতায়,
রাস্তার চোখ জলে ভাসে, ধূসর প্রহরে
ভেজা গান ভিড় করে আসে, অন্য শহরে।
তাই ক্যাফিনের ধোয়া মাখা তারে
আলগোছে গান,
শহরের ভেজা অভিসারে, ভেজা এই গান।।
ভিজে যায় আলো, ভিজে যায় কথা
ভেজা ভেজা যত অভিমান,
ক্লান্ত বিকেলে বৃষ্টির জলে
ভেজা অনুরনণের টান।
বই এর ফাঁকে লুকোনো তোমাকে
চিনতে শেখার অবসান।।
আবার বৃষ্টি থামলো, তোমাদের কথায়
আকাশের কালশিটে রং, কবিতার খাতায়,
সন্ধ্যের বুকে মাথা রেখে, রাস্তারা কাঁদে
ভেজা পায়ে ছাদ থেমে আসে, মেঘ মাখা চাঁদে।
তাই পেয়ালার তলানিতে থাক
আলগোছে গান,
শহরের ভেজা অভিসারে, ভেজা এই গান।।
আবার বৃষ্টি নামলো লিরিক্স – ঋষি পন্ডা :
Abar brishti namlo tomader kothay
Dupurer klanto baron kobitar khatay
Rastar chokhe jol bhase dhusor prohore
Veja gaan bhir kore ashe onno shohore
Tai kafiner dhowa makha taare aalgoche gaan
Shohorer veja obhishare veja ei gaan

1 thought on “Abar Bristi Namlo Lyrics (আবার বৃষ্টি নামলো) Rishi Panda”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *