মা
শিল্পী : নিশিতা বড়ুয়া
কথা ও সুর : জাহাঙ্গীর রানা
আমার এক পাল্লাতে পৃথিবী দাও
এক পাল্লাতে মা …..
আমার এক পাল্লাতে পৃথিবী দাও
এক পাল্লাতে মা …..
তবু মায়ের দামে পৃথিবীটাও কিনতে চাইনা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার মা হইলো মায়ের তুলনা
জগৎ আমার হাসে যখন ডাকে মা আহ্লাদে
জগৎ আমার হাসে যখন ডাকে মা আহ্লাদে
সব বাতি নিভে আমার মা যখনি কাঁদে
মুখ ফিরিয়ে নিলেও সবাই মা হয় সান্ত্বনা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার মা হইলো মায়ের তুলনা
বিশ্ব আমায় চেনায় যে মা বিশ্বেরও বড় সে
বিশ্ব আমায় চেনায় যে মা বিশ্বেরও বড় সে
সেই মায়ের সমান কে আর ভূমিতে আকাশে
আমার খুশি দেখতে কত সইলো যন্ত্রনা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার মা হইলো মায়ের তুলনা
মা কি বাঁধন থাকিতে মা বুঝতে যে না পারে
মা কি বাঁধন থাকিতে মা বুঝতে যে না পারে
তার মতো দুর্ভাগা কে আর আছে এ সংসারে
মায়ের হাসি দেখতে ফানা জাহাঙ্গীর রানা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার এক পাল্লাতে পৃথিবী দাও
এক পাল্লাতে মা …..
তবু মায়ের দামে পৃথিবীটাও কিনতে চাইনা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার মা হইলো মায়ের তুলনা
আমার মা হইলো মায়ের তুলনা