Lyrics Master BD Subir Nondi আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি – সুবীর নন্দী

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি – সুবীর নন্দী



আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি - সুবীর নন্দী

Song : Ami Bristir Kas theke kadte sikhesi

Singer : Subir Nondi

Song Lyrics in Bangla :-

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *